হযরত নিযামউদ্দীন আউলিয়ার বয়স যখন পাঁচ বছর তখন তিনি পিতাকে হারান। তাঁর সম্মানিতা মা সে সময়ের একজন উঁচুমানের নেককার মহিলা ছিলেন। তিনি তাঁর সন্তান-রত্নকে পুরুষসুলভ হিম্মত এবং পিতৃসুলভ স্নেহ-মমতায় লালন-পালন করেন এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষা দান করেন। একবার হযরত...